ঈদকে সামনে রেখে শপিংমলে বাড়ছে ক্রেতাদের আনাগোনা
- আপডেট সময় : ০৮:১৪:০৭ অপরাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে শপিংমলে বাড়ছে ক্রেতাদের আনাগোনা। ভিড় এড়াতে রমজানের প্রথমার্ধেই কেনাকাটা সেরে রাখতে চাইছেন অনেকেই। বোনাস পেলে কিনবেন বলে কেউ আবার পছন্দ করে রাখছেন। নেড়েচেড়ে দেখছেন নতুন কালেকশন। প্রত্যেকটি দোকান সাজানো হয়েছে নিত্যনতুন ডিজাইন ও হাল ফ্যাশানের পোশাকে।
করোনা এখন অনেকটা নিয়ন্ত্রণে। গেল দুই বছরের আতংক অনেকটাই দূরে ঠেলে ঈদ কেনা-কাটায় নেমেছে মানুষ। আগে ভাগেই পুরো প্রস্তুতি নিয়ে রেখেছে দোকানিরা। জামা, জুতা, প্রসাধন সামগ্রীর পসরা সাজিয়ে ক্রেতা আর্কষণের সব চেষ্টা করছেন তারা।
দেশের অন্যতম শপিংমল যমুনা ফিউচার পার্কে স্বাস্থ্যবিধি মেনেই চলছে কেনাকাটা। রমজানের শুরু থেকেই ক্রেতারা আসা-যাওয়া করছেন। দামও সহনীয় পর্যায়ে আছে বলে স্বচ্ছন্দে ঈদ শপিং চলছে বলে জানান তারা।
তবে বিক্রতারা বলছেন, এখনও পুরোপুরি জমে উঠেনি ঈদের বাজার। ঈদ ঘনিয়ে আসার সাথে সাথে ক্রেতার চাপ কয়েকগুন বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।
গত দু’বছরে করোনার ক্ষতি পুষিয়ে নেয়ার আশা ব্যবসায়ীদের। এজন্য ক্রেতাদের সন্তুষ্টি অর্জনে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা।
শপিংমলগুলোয় ঈদের কেনাকাটার এই উৎসব চলবে চাঁদরাত পর্যন্ত।