ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ
- আপডেট সময় : ০২:১১:১৬ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ১৭০৪ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় উত্তরের মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। দীর্ঘ সারিতে থেমে থেমে এগুচ্ছে যানবাহনগুলো। এতে ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। পুলিশ বলছে, দুপুরের পর আরও বাড়বে ভিড়। উত্তরের পথে ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি বিকল হওয়ায় দফায় দফায় বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বঙ্গবন্ধু সেতু পূর্ব এলাকা থেকে কালিহাতীর এলেঙ্গা পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে মহাসড়ক ব্যবহার কারী চালক ও যাত্রীরা। পুলিশ ও সেতু কর্তৃপক্ষ জানায়, ভোরে সেতুর উপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়ে যায়। পরে বিকল হওয়া যানবাহনগুলো সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়।
ঈদ যাত্রায় সিরাজগঞ্জের মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে চলছে সব ধরনের যানবাহন। দিনরাত সমানতালে যানবাহনের চাপ বাড়লেও নেই কোন ভোগান্তি। গত দুই মাসে মহাসড়কের চলমান উন্নয়ন কাজের আরও অগ্রগতি হওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারনে। তবে পণ্যবাহী ট্রাক আটকে রাখায় ভোরে মহাসড়কে যানবাহনের জটলা দেখা দেয়। এতে প্রায় ৬ কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতিতে চলছিল যানবাহন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং পদুয়ার বাজার বিশ্বরোড পরিদর্শন করেছেন জেলা প্রশাসক খন্দকার মু: মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আব্দুল মান্নান।