ঈদযাত্রার দ্বিতীয় দিনে চরম ভোগান্তি রংপুর এক্সপ্রেসে
- আপডেট সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ জুলাই ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ঈদ যাত্রার দ্বিতীয় দিনে ধুমকেতু ও সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়ে গেলেও চরম ভোগান্তি রংপুর এক্সপ্রেসের যাত্রীদের। ৯ টা দশে ছেড়ে যাবার কথা থাকলেও এই ট্রেনের হুইসেল বাজে প্রায় ২ ঘন্টা দেরিতে। তবে ঠিক সময়ে ছেড়ে যায় সকালের ট্রেনগুলো।
ঈদ মানেই বাড়ি ফেরার গল্প।
কোরবানির ঈদকে সামনে রেখে যাত্রার দ্বিতীয় দিন ছিলো অনেকটাই স্বস্তিদায়ক। বাড়ি ফেরার নিশ্চয়তায় আনন্দের ঝলকানি সবার চোখে মুখে।
তবে, টিকেট ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের।এছাড়া, এক লেনের রাস্তা হওয়ায় যাত্রাপথে ভোগান্তি হয় বলেও জানান তারা।
৭ জুলাই থেকে আরো দুটি ট্রেন যুক্ত হবে বহরে, ছাড়বে ৩৯টি ট্রেন ছেড়ে যাবে কমলামপুর থেকে।
এছাড়া, যাত্রা নির্বিঘ্ন করতে ফিরতি ট্রেনে এয়ারপোর্ট ও জয়দেবপুরের যাত্রাবিরতি থাকছে না, জানালেন স্টেশন ম্যানেজার।
কোনভাবেই রেলের টিকিট না পাওয়া যাত্রীদের জন্য নির্দিষ্ট সংখ্যক ষ্ট্যান্ডিং টিকিট দেয়া হচ্ছে বলেও জানান তিনি।