ঈদযাত্রার প্রথম দিনে সাড়ে ২৫ হাজার যাত্রী ঢাকা ত্যাগ করেছেন
- আপডেট সময় : ০৮:২৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬২৩ বার পড়া হয়েছে
ঈদযাত্রার প্রথম দিনে স্বস্তি নিয়েই ট্রেনে উঠেছেন যাত্রীরা। আজ সাড়ে ২৫ হাজার যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। অনলাইনে টিকিট না পেয়ে অনেকেই দাঁড়িয়ে গন্তব্যে যেতে টিকিট কাউন্টারে ভীড় করেন। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত সব কিছু ঠিক আছে। এদিকে, বিভিন্ন টার্মিনালে বাসে যাত্রীদের চলাচল শুরু হলেও, সদরঘাটে কাল থেকে বাড়বে ঈদযাত্রীদের চাপ।
সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের আনাগোনা।
পরিবার পরিজনের কাছে যেতে সবার চোখে মুখে আনন্দে উচ্ছ্বাস দেখা যায়।
অনেকেই ট্রেনের টিকিট এবং সার্ভিস নিয়ে অভিযোগ তোলেন রেলওয়ের বিরুদ্ধে।
যাত্রীরা যেন নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন, সেই বিষয়ে রেল কর্তৃপক্ষ সতর্ক বলে জানালেন, রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা।
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে ইঞ্জিন এবং লাইনসহ প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, বললেন স্টেশন ম্যানেজার।
ভিড় এড়াতে অনেকেই বাসের অগ্রিম টিকিট নিয়ে পরিবারের সদস্যদের ঈদ উদযাপন করতে পাঠিয়ে দিচ্ছেন গ্রামে।
লঞ্চঘাটে আজ তেমন ভিড় না থাকলেও, আগামীকাল থেকে চাপ বাড়বে ঈদযাত্রীদের।