ঈদযাত্রায় গাইবান্ধা মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা উদ্যোগ পুলিশ ও সড়ক বিভাগের
- আপডেট সময় : ০৭:৪৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩
- / ১৬৪৭ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় উত্তরের প্রবেশ দ্বার গাইবান্ধা মহাসড়ক যানজট মুক্ত রাখতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ ও সড়ক বিভাগ। বগুড়ার জেলার শেষ অংশ থেকে রংপুর জেলার প্রবেশপথ ৩২ কিলোমিটার পর্যন্ত নজরদারী বৃদ্ধির পাশাপাশি যানজট নিরসনে কাজ করছে ৮’শ পুলিশ ও সেচ্ছাসেবী। এছাড়া রাস্তায় কেউ অসুস্থ হলে প্রস্তুত রাখা হয়েছে এ্যাম্বুলেন্সসহ কুইক রেসপন্সটিম।
ঈদযাত্রায় প্রতিবছর ভোগান্তিতে পড়তে হয় উত্তরাঞ্চলগামী বিভিন্ন জেলার যাত্রীদের। তবে এ বছর ঢাকা-রংপুর মহাসড়কের ৩২ কিলোমিটার এলাকায় যানজট না থাকায় খুশি চালক ও যাত্রীরা।
যাত্রী ভোগান্তি কমাতে নানা উদ্যোগ নিয়েছে পুলিশ। বগুড়া অংশ থেকে রংপুর অংশে বেশী গুরুত্ব দেয়া হচ্ছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে মাঠে থাকছে ৮’শ পুলিশ ও সেচ্ছাসেবী সদস্য। এছাড়া রাস্তায় কেউ অসুস্থ হলে প্রস্তুত রাখা হয়েছে এ্যাম্বুলেন্সসহ কুইক রেসপন্স টিম।
ঢাকা রংপুর অংশে ৪ লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় গোবিন্দগঞ্জ থেকে ধাপেরহাট অংশে বিভিন্ন খানাখন্দ মেরামতে কাজ চলছে বলে জানান জেলা সড়ক ও জনপদ বিভাগের এই কর্মকতা।
এদিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে পুলিশ সদস্যরা। নজরদারী বৃদ্ধির পাশাপাশি ছিনতাই ও চুরি ঠেকাতে বেশ কয়েক জায়গায় বসানে হয়েছে সিসি ক্যামেরা। পাশাপাশি গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে কন্টোল রুম।
ঈদযাত্রার তিনদিন আগে ও তিনদিন পরে মহাসড়ক জুড়ে নেয়া হয়েছে এমন ব্যবস্থা।