ঈদযাত্রায় চাপ বাড়তে শুরু করেছে গণপরিবহনে
- আপডেট সময় : ০১:১৪:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩
- / ১৬৫০ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় চাপ বাড়তে শুরু করেছে গণপরিবহনে। আজ শেষ কর্মদিবসের ফলে কাল থেকে যাত্রীর চাপ ব্যাপকভাবে বাড়বে বলে জানান বাস মালিকরা।এছাড়া ঢাকা থেকে আজ ৫৩ জোড়া ট্রেন ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। বিনা টিকিটে ট্রেন ভ্রমণ এবং কাউকে ছাদে না ওঠার পরামর্শ দেন স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের চিত্র দেখেই বোঝা যাচ্ছে বিগত বছরের মতো নয়। স্বস্তিতেই বাড়ি যেতে পেরে খুশি সবাই।
সারাদিন ৫৩ জোড়া ট্রেনে সাড়ে ২৫ হাজার যাত্রী গন্তব্যে রওয়ানা হন। যাত্রীদের চোখে মুখে ছিল ঈদযাত্রার আনন্দ।
২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দেয়া হলেও চাপ ছিল আরও বেশি। সুলভ শ্রেণির সমপরিমাণ টাকায় দাঁড়িয়ে ট্রেনে যাওয়ার সুযোগ দেয়া হয়েছে বলে জানান স্টেশন ম্যানেজার।
এদিকে সড়কে গণপরিবহনে যাত্রীদের আনাগোনা বাড়তে শুরু করেছে।
বাস মালিকরা বলেন, সবার ছুটি একসাথে হওয়ায় যাত্রীর ব্যাপক চাপ বেড়েছে গণপরিবহনে।
যাত্রী দুর্ভোগ কমাতে আইন শৃঙ্খলাবাহিনীর সহায়তা চান পরিবহন মালিকরা।