ঈদযাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত
- আপডেট সময় : ০৩:২৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ১৫২৩ বার পড়া হয়েছে
গণপরিবহন বন্ধর থাকার পরও ঈদযাত্রায় দেশের সড়ক-মহাসড়কে ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২৮৩ জন।
সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী । তিনি জানান, করোনা ভাইরাসের কারণে এ বছর গণপরিহন বন্ধ থাকায় ঈদযাত্রা ব্যক্তিগত পরিবহনে সীমিত ছিলো। তারপরও এবার ঈদের আগে-পরে সড়ক দুর্ঘটনা ছিল অতীতের তুলনায় বেশি। ১৯ মে থেকে ৩১ মে পর্যন্ত ১৩ দিনে ১৪৯টি সড়ক দুর্ঘটনায় ১৬৮ জন নিহত এবং ২৮৩ জন আহত হন। একই সময়ে নৌ-পথে ছয়টি ছোট-বড় দুর্ঘটনায় ১৭ জন নিহত ও ৪৫ জন নিখোঁজে হয়।তিনি বলেন, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটে ২৫ মে। এদিন ২০টি সড়ক দুর্ঘটনায় ২১ জন নিহত ও ৪৮ জন আহত হন। আর একদিনে সর্বোচ্চ মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে ঈদের দিন ২৫ মে। এদিন ১৬টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬ জন নিহত ও ২৪ জন আহত হন।