ঈদযাত্রায় দ্বিতীয় দিনেও ট্রেনের শিডিউল বিপর্যয়
- আপডেট সময় : ০১:২৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
ঈদের আগে শেষ কর্মদিবস আজ। ঈদযাত্রায় মানুষের ঢলে সড়কে বাড়ছে যানবাহনের চাপ। দ্বিতীয় দিনেও ট্রেন শিডিউলে দেখা দিয়েছে বিপর্যয়।
সকাল থেকে নির্ধারিত সময়ে ছাড়েনি কোন ট্রেন। সোনার বাংলা, নীলসাগর এক্সপ্রেস ও মহানগর এক্সপ্রেসের যাত্রীরা পড়েছেন বিপাকে। পরিবার ও স্বজন নিয়ে সীমাহীন ভোগান্তির অভিযোগ তোলেন যাত্রীরা। আব্দুল্লাহপুরে মালবাহী ট্রেন দুর্ঘটনার কারণে অন্য ট্রেনগুলো সময়মত নিজ গন্তব্যে রওনা দিতে পারছে না। এদিকে, কমলাপুর স্টেশন মাস্টার জানিয়েছেন, সিডিউল মেনে ট্রেন ছাড়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। মোট ৩৭টি ট্রেনের কমলাপুর ছেড়ে যাওয়ার কথা রয়েছে।
…..
শেষ কর্মদিবসে মুন্সীগঞ্জের শিমুলিয়া ফেরি ঘাটে যানবাহনের দীর্ঘ সারি। ফেরি কম থাকায় যাত্রীভোগান্তি বাড়ছে বলে দাবি এ রুটের যাত্রীদের। পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে বাড়ছে ব্যক্তিগত গাড়ি চাপ। ঘোষণা অনুযায়ী পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। তবে, যাত্রীবাহী বাস কম থাকলে সেসময় পণ্যবাহী কিছু ট্রাক পার হতে দেয়া হচ্ছে। এদিকে, লঞ্চে মোটরসাইকেলে বহন নিষেধ করেছে নৌপুলিশ।