ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খুলবে তিন ফ্লাইওভার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২১:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২
- / ১৫৬৬ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় ভোগান্তি কমাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আজ খুলে দেয়া হবে নওজোর, সফিপুর ও গড়াইয়ের তিনটি ফ্লাইওভার। এদিকে, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা সেতুর এক লেনে চলবে যান।
ভোগান্তি কমাতে ঈদের আগেই আজ খুলে দেয়া হচ্ছে গাজীপুরের নওজোর, সফিপুর ও টাংগাইলের গোড়াই ফ্লাইওভার। সড়ক বিভাগের দাবী, দেশের উত্তর অঞ্চলের ২৩টি জেলার ঢাকার সাথে যোগাযোগের গুরুত্বপূর্ণ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, ভোগড়া বাইপাস ও চান্দনা চৌরাস্তা। প্রতি ঈদে এসব সড়ক পথে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও চালকদের। দুর্ভোগ কমাতে নির্মিত এই ফ্লাইওভার খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। এদিকে, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে আজ খুলে দেয়া হবে নলকা সেতুর এক লেন। এতে উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের ঈদ যাত্রায় ভোগান্তি কমবে বলে আশা করছে প্রশাসন।