ঈদযাত্রায় সব পথেই বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়
- আপডেট সময় : ০২:৩৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
- / ১৫২৭ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় সব পথেই বেড়েছে ঘরমুখো মানুষের ভিড়। গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহনসহ পশুবাহী গাড়ির ধীরবহর। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই।
শিল্প কারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সরকারি ছুটি ঘোষণা হওয়ার পর থেকেই সবাই একত্রে ঘরমুখী হওয়ায় এ দূভোগের সৃষ্টি হয়েছে। পর্যাপ্ত যানবাহনের অভাবে অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে যেতে পারছেন না। চলাচলকারী অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপ ভ্যানে চড়ে বাড়ি যাচ্ছেন। সড়কপথে টাঙ্গাইলের এলেঙ্গায় যানবাহনের দীর্ঘ সারি থাকলেও, পরে তা স্বাভাবিক হয়ে যায়। তবে, বাড়ি ফেরার উত্তরের পথের যাত্রা সুখের নয়। গাবতলী থেকেই শুরু। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সাভার, চন্দ্রা মোড়, গাজীপুর সড়কে হাজারো ঘরমুখি মানুষের ঢল নামে। রয়েছে যানবাহন সংকট, ফলে যে যেভাবে পারছেন বাড়ি ফেরার চেষ্টা করছেন। যানজটের ভোগান্তি, বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে। বাড়তি চাপের ফলে মহাসড়কটির অন্তত তিনটি স্পটে ভোর থেকেই ধীরগতিতে চলছে যানবাহন। তবে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের ঈদযাত্রা, এক কথায় স্বস্তির ও আনন্দের। জটমুক্ত যান চলাচলে নিমিষেই পদ্মা পেরিয়ে মানুষ বাড়ি যাচ্ছেন।