উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে মাত্র ১১টি জায়গায় বসছে পশুর হাট
- আপডেট সময় : ০৬:৫৪:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
প্রতি বছর ঈদুল আজহায় রাজধানীর বিভিন্ন স্থানে জমজমাট পশুর হাট বসলেও এবার করোনা পরিস্থিতিতে তা সীমিত পরিসরে করা হচ্ছে। এ বছর উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশনে মাত্র ১১টি জায়গায় বসছে পশুর হাট। এরই মধ্য অনেক হাটে কোরবানির পশুর দেখা মিললেও গরুর প্রকৃত দাম নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার কথা জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা।
প্রতি বছর কোরবানির ঈদ উপলক্ষ্যে রাজধানীতে ২৪-২৫টি পশুর হাট বসে। এ ছাড়াও অসংখ্য ছুটা হাটও বসে রাস্তাসহ অলি-গলিতে। এ বছর ছোট পরিসরে উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ১১টি জায়গা বসছে পশুর হাট। স্বাস্থ্যবিধি সুনিশ্চিত করে ঘন জনবসতিপূর্ণ এলাকা বাদ দিয়ে স্বল্প পরিসরে স্বল্পসংখ্যক পশুর হাট বসানোর পরামর্শ দেয় বিশেষজ্ঞরা।
তারই প্রেক্ষিতে এরই মধ্যে অস্থায়ী হাটগুলো প্রস্তুত করতে বাঁশ, খুঁটি ও শামিয়ানা নিয়ে ব্যস্ত সময় পার করছে ইজারাদার ও ব্যাপারীরা । তবে এখর পর্যন্ত নিশ্চিত করা হয়নি কোন স্ব্যাস্থ বিধি। প্রস্তুতির কাজ পুরোপুরি শেষ না হলেও এরই মধ্যে অনেক হাটেই উঠেছে কোরবানির পশু। তবে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন ক্রেতা বিক্রেতারা। করোনার কারকে এ বছর হাটে না এসে ওয়ান লাইনে পশু কিনতে উৎসাহিত করছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তবে এতে অনেকটা হতাশ প্রান্তিক খামাড়িরা। ২৭ জুলাই থেকে শুরু হরে মুল বেচাকেনা। ঈদের দিনসহ পাঁচ দিন চলবে হাট ।