ঈদুল আজহায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন বড় চ্যালেঞ্জ
- আপডেট সময় : ১০:১২:২০ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে এবার চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও পরিবহন একটা বড় চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। চামড়া শিল্পের উন্নয়নে গঠিত টাস্কফোর্সের দ্বিতীয় সভায় এ কথা বলেন তিনি।
কোরবানীর চামড়া নিয়ে গতবছরের মতো পরিস্থিতি এড়াতে এবার আগেই সরকার নির্ধারিত দাম বাস্তবায়ন ও সঠিকভাবে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান শিল্পমন্ত্রী। এজন্য বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, বাংলাদেশ ব্যাংক, বাণিজ্যিক ব্যাংক, শিল্প মন্ত্রণালয় এবং চামড়া শিল্পের সঙ্গে জড়িত সব ব্যবসায়ীকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। এসময় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ চেইন ঠিক রাখতে এই শিল্পের মালিক ও শ্রমিকদের সরকারের পক্ষ থেকে আরো বেশি সহযোগিতার আহ্বানও জানান শিল্পমন্ত্রী।