ঈদুল আজহা ঘিরে যাত্রীর চাপ বেড়েছে সদরঘাট নৌ টার্মিনালে
- আপডেট সময় : ১০:৫৯:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩
- / ১৫৩০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা ঘিরে যাত্রীর চাপ বেড়েছে সদরঘাট নৌ টার্মিনালে । ঈদ পূর্ববর্তী সময়ে যে পরিমাণ যাত্রীর চাপ থাকার কথা পদ্মা সেতুর কারনে সে ধরনের চাপ নেই বলছেন লঞ্চ কর্তৃপক্ষ। দুপুরে সদরঘাট টার্মিনাল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন বলেন,পিকআপ, ট্রাকে করে যদি কেউ বাড়ি যাওয়ার চেষ্টা করে পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
ঈদুল আযহায় ঘুরমুখে মানুষের যাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ রাখতে ২৪টি নির্দেশনা দিয়েছে পুলিশ। তা সরেজিমনে দেখতে সকালে গাবতলী বাস টার্মিনালে আসেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসময় তিনি পুরো টার্মিনাল পরির্দশন করে যাত্রীদের খোঁজ খবর নেন।
পরে সদরঘাট টার্মিনাল পরিদর্শনে এসে পুলিশের মহাপরিদর্শক, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর সবাই একসঙ্গে কাজ করছে।
এদিকে, এক পদ্মা সেতু বদলে দিয়েছে সদরঘাটের চিরচেনা দৃশ্য। ঈদের দুই দিন বাকি থাকলেও ঘাটে নেই কোলাহল। টার্মিনালে ভিড়ভাট্টা কম থাকায় বেশ স্বস্তি নিয়েই বাড়ি যাচ্ছেন যাত্রীরা।
যাত্রীদের চাপ অনেক কম বলে জানান কর্তৃপক্ষ।
যাত্রায় সদরঘাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫৯০ জন কাজ করছে জানালেন নৌ-পুলিশ প্রধান মো. শফিকুল ইসলাম।
রাজধানীর ছাড়ার সময় নিজ বাসার নিরাপত্তা নিশ্চিতের দাবি প্রশাসনের।