ঈদুল আযহাকে সামনে রেখে বেচাবিক্রি শুরু হয়েছে হাটে
- আপডেট সময় : ০১:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
ঈদুল আযহাকে সামনে রেখে বেচাবিক্রি শুরু হয়েছে হাটে। কোরবানীর পশুতে ভরে গেছে রাজধানী ঢাকার হাটগুলো। এরই মধ্যে বিভিন্ন জেলা থেকে হরেক রকমের দেশী গরু নিয়ে এসেছেন বিক্রেতারা। তবে বড় গরুর চেয়ে ছোট গরুর চাহিদা বেশি থাকায় এসব গরুর দামও হাঁকা হচ্ছে বেশি। এদিকে, পশুর হাটের নিরাপত্তায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ঈদুল আযহাকে সামনে রেখে রাজধানী ঢাকার কোরবানীর হাটগুলোতে গত ক’দিন ধরেই বিভিন্ন অঞ্চল থেকে আসছে নানা জাতের দেশী গরু। শনিবার থেকে বেচাবিক্রি শুরুর কথা থাকলেও ঢাকার ২১টি হাট আগেইভাগেই গরু-ছাগলে ভর্তি হয়ে গেছে। আফতাব নগরের পশুর হাটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর গরু-ছাগল নিয়ে অপেক্ষায় বিক্রেতারা। কোরবানীর হাটে দেশীয় গরুর চাহিদাই বেশি থাকায় এবার ভালো বিকিকিনির আশায় বিক্রেতারা। করোনাকালে দেশে এবার কোরবানীর গরু-ছাগলের ঘাটতি না থাকায় ভারতীয় গরু ঢুকতে না দেবার বিষয়ে কঠোর অবস্থানে সরকার। শেষ পর্যন্ত এটা রক্ষা করা সম্ভব হলে হাটের সব পশুই উপযুক্ত দামে বিক্রি হয়ে যাবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা।