ঈদুল আযহায় প্রচুর পশু অবিক্রীত থাকার আশংকায় খামারিরা
- আপডেট সময় : ০১:২৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২০
- / ১৫৫১ বার পড়া হয়েছে
কোরবানীর আর বেশিদিন বাকি না থাকলেও, করোনার কারণে কুমিল্লার গরুর হাটে এবার বেপারিদের তেমন দেখা মিলছে না। ফলে দুশ্চিন্তায় পড়েছে প্রান্তিক পশু পালক ও খামারীরা। চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু পালন হয়েছে জেলায়। মানুষের আর্থিক অবস্থা ভালো না থাকায়, প্রচুর পশু অবিক্রীত থাকার আশংকা করছে খামারিরা। প্রাণিসম্পদ কর্মকর্তারা বলছেন, নায্যমূল্য নিশ্চিতে কাজ করছে তারা।
আর কদিন পরেই ঈদুল আযহা। অন্যবছরের তুলনায় কুমিল্লায় এবার বাড়তি খরচ হয়েছে পশু পালনে। করোনা পরিস্থিতিতে পশুর নায্যমূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে খামারিরা।
অনলাইনে গরু বিক্রি করতে খামারি ও চাষিদের সহায়তা করছে জেলা প্রাণিসম্পদ বিভাগ।এছাড়া, হাট-বাজারে স্বাস্থ্যবিধি মেনে পশু বিক্রির জন্য ক্রেতা-বিক্রেতাকে সচেতন করা হচ্ছে। ভারত কিংবা দেশের অন্য জেলা থেকে গরু না এলে খামারিরা নায্যমূল্য পাবে বলে জানান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।
লোকসানের হাত থেকে বাঁচতে সীমান্তে প্রশাসনের কঠোর নজরদারি চেয়েছেন খামারিরা।