ঈদুল ফিতরের অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও কাউন্টারগুলিতে নেই ভিড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১৭:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫২৫ বার পড়া হয়েছে
ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লা বাসের অগ্রিম টিকেট ১৫ এপ্রিল থেকে বিক্রি শুরু হলেও কাউন্টারগুলিতে নেই ভিড়।
ঈদে দীর্ঘ ছুটি থাকায় ৩০ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত টিকেটের চাহিদা বেশি। তবে বাড়তি মূল্য নিয়ে অভিযোগ রয়েছে ক্রেতাদের। এদিকে, মালিকদের বেধে দেওয়া ভাড়াতেই টিকেট বিক্রি হচ্ছে বলে দাবি করেন সংশ্লিষ্টরা। প্রতিবারই ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি এড়াতে আগেভাগেই টিকেট বিক্রি শুরু হয়। অন্যান্যবারের তুলনায় এবার বেশ আগেই দূরপাল্লার বাসগুলোর টিকিট বিক্রি শুরু হলেও ফাঁকা কাউন্টারগুলো। রাজধানীর কল্যাণপুর, গাবতলীসহ সব এলাকার চিত্র একই। কাউন্টারে আসা যাত্রীদের অনেকেরই চাহিদা শেষ তিন দিনের বলে জানায়, কাউন্টার কর্তৃপক্ষ।