ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মস্থল ঢাকায় ফিরছে সাধারণ মানুষ
- আপডেট সময় : ০৫:৩০:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ মে ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
ঈদ উদযাপন শেষে রাজধানী ঢাকাসহ বিভিন্ন কর্মস্থলে ফিরছেন সব শ্রেণী-পেশার মানুষ। সকাল থেকে ফেরিঘাটে ব্যক্তিগত ছোট গাড়ি ও মোটর সাইকেলের চাপ ছিল চোখে পড়ার মতো।
তবে যাত্রীবাহী গণপরিবহনের তেমন চাপ না থাকলেও যাত্রীচাপ রয়েছে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ও লঞ্চঘাটে। ভোগান্তি ছাড়াই ফেরি ও লঞ্চে দৌলতদিয়া থেকে পাটুরিয়া আসছে মানুষ। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর পর্যন্ত পাটুরিয়া ঘাট এলাকার চিত্র ছিল এমনই। মানিকগঞ্জ ট্রাফিক বিভাগের পরিদর্শক আব্দুল্লাহ আল জুবায়েদ জানান, সকাল থেকে ঘাটে ২১টি ফেরি চলাচল করায় কোন ভোগান্তি নেই। ছুটি বেশি থাকায় ধাপে ধাপে আসছে মানুষ। তাই দৌলতদিয়া ঘাট পর্যন্ত আসতেও সড়কে নেই তেমন দুর্ভোগ।
শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই মাদারীপুরের বাংলাবাজার ঘাটে বাড়তে থাকে কর্মস্থলে ফেরা যাত্রীর চাপ। বেলা বাড়ার সাথে সাথে ঢাকামুখী যাত্রীচাপ আরো বাড়ে। আগামী কয়েকদিন এই চাপ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যাত্রী পারাপারে ৯টি ফেরি, ৮৭টি লঞ্চ ও দেড় শতাধিক স্পিডবোট চলাচল করছে। ঘাট এলাকায় নিরাপত্তায় কাজ করছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, রেব, ফায়ার সার্ভিস, আনসার বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সকাল থেকেই রয়েছে ঢাকামুখী যাত্রীদের ঢল। শিমুলিয়া-বাংলাবাজার-মাঝিকান্দি নৌরুটে ১০টি ফেরি দিয়ে ২৪ ঘন্টা যানবাহন পারাপার করা হচ্ছে বলে জানান বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক জামাল হোসেন।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে ফিরছেন মানুষ। তবে এবার সিরাজগঞ্জ মহাসড়কে নেই ভোগান্তি ও দুর্ভোগ।
সকাল থেকেই বাস, পিকআপ ও অন্যান্য গাড়ীতে গন্তব্যে যাচ্ছেন তারা। এবার লম্বা ছুটি থাকায় বাড়ি ফিরতে তেমন ঝামেলা পোহাতে হয়নি যাত্রীদের। এছাড়া সড়ক মহাসড়কের সংস্কার কাজ ঈদের ছুটির আগেই শেষ হওয়ায় দুর্ভোগেও পড়তে হয়নি। ঢাকামুখী যাত্রীদের কারণে যানবাহনের কিছুটা চাপ বেড়েছে সিরাজগঞ্জ মহাসড়কে। তবে অন্যবারের মতো নেই যানজটের ভোগান্তি। সকাল থেকে সিরাজগঞ্জ মহাসড়কের চান্দাইকোনা, হাটিকুমরুল গোলচত্বর, কড্ডার মোড় ও বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা মোড় চত্বর এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল দেখা যায়।
আলাদা সড়ক দুর্ঘটনায় কুষ্টিয়া ও সিরাজগঞ্জে তিনজন নিহত হয়েছে।
কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও ছেলের মৃত্যু হয়েছে।সকালের উপজেলার বটতৈল বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন মা ও ছেলে। পথে বটতৈল বাইপাস মোড়ে পৌঁছালে সামনে থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত ছেলে ও মাকে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হলে পথেই ছেলের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যায় মা।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় বাসের সঙ্গে সংঘর্ষে পলাশ হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন নিহতের তার স্ত্রী হালিমা খাতুন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বহাটিকুমরুল হাইওয়ে থানার কর্মকর্তা লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।