ঈদুল ফিতরের ১৯৫তম জামাতের জন্য প্রস্তুত শোলাকিয়া ময়দান
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান ঈদুল ফিতরের ১৯৫তম জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। দেশের সবচে’ বড় ঈদের জামাত আয়োজনে এখন শোলাকিয়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সকাল ১০টায় শুরু হবে ঈদুল ফিতরের জামাত। এবার থাকছে চার স্তরের নিরাপত্তা। জামাতে ইমামতি করবেন বাংলাদেশ ইসলাহুল মুসলেমিন পরিষদের চেয়ারম্যান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। স্থানীয় সূত্র জানায়, আবারও লাখো মুসল্লির পদভারে মুখর হবে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান। করোনায় গত দু’বছর শোলাকিয়ায় ঈদের জামাত হয়নি। এবার আয়োজনের তোড়জোড়ে খুশি এলাকাবাসী। দূরের মুসল্লিদের যাতায়াতে শোলাকিয়া স্পেশাল নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। প্রস্তুত রাখা হয়েছে যথেষ্ট স্বেচ্ছাসেবক ও মেডিক্যাল টিম।