ঈদের আগে পাওনা পরিশোধসহ অবিলম্বে পাটকল চালুর আহ্বান
- আপডেট সময় : ০৫:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ এপ্রিল ২০২২
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
বন্ধের দু’বছর পরও দেশের রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকলের সব শ্রমিক পুরো বকেয়া বুঝে পাননি। মিল চালু না হওয়ায় তাঁদের আয়-রোজগার বন্ধ। এই পরিস্থিতিতে ঈদের আগে পাটকল শ্রমিকদের সব বকেয়া পরিশোধের দাবি জানিয়েছে পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ। পাশাপাশি অবিলম্বে পাটকলগুলো চালুরও জোরালো দাবি জানান পাটকলের শ্রমিক নেতারা।
২০২০ সালের ২ জুলাই ২৫টি রাষ্ট্রায়ত্ত পাটকল একযোগে বন্ধ ঘোষণা করা হয়।এই পাটকলগুলো বন্ধ করে দেয়ার ফলে স্থায়ী বদলি ও দৈনিকভিত্তিকসহ প্রায় ৬০ হাজার শ্রমিক চাকরিচ্যুত হন। গত ২১ মাস তাঁরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন তারা।
সরকার তিন মাসের মধ্যে শ্রমিকদের সমুদয় বকেয়া পাওনা পরিশোধের ঘোষণা দিলেও এখনো তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। বদলি শ্রমিকদের প্রায় অর্ধেক ও বিজেএমসি পরিচালিত পাঁচটি পাটকলে কাজ করা শ্রমিকরা কেউই এখনো তাঁদের বকেয়া পাওনা পাননি।
করোনার সময় থেকে দুই বছরে কর্মহীন হয়ে এই শ্রমিকেরা নিজেদের পরিবারের ন্যূনতম মৌলিক প্রয়োজন পূরণ করতে পারছেন না। মানবেতর জীবনযাপন করছেন শিশু-বৃদ্ধরাসহ সবাই। এ অবস্থায় এখন পাওনা পরিশোধ না হলে ঈদের পর আত্মাহুতির মতো কঠোর কর্মসূচির হুমকি দিচ্ছেন শ্রমিকরা।
শ্রমিক নেতারা বলছেন, রাষ্ট্রায়ত্ত জুট মিল রাষ্ট্রীয়ভাবে চালুর দাবিতে আন্দোলন চলছে চলবে।
পাটকল রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদ বলছেন, দু’বছর ধরে খালিশপুর শিল্পাঞ্চলটি অমানবিক অঞ্চলে পরিণত হয়েছে।
শ্রমিকদের মানবিক বিপর্যয় থেকে রক্ষা করতে পাওনা পরিশোধের তাগাদা দিলেন নাগরিক নেতারা।