ঈদের আনন্দ নেই উত্তরের দারিদ্র-পীড়িত কুড়িগ্রামের মানুষের
- আপডেট সময় : ০৯:৪৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৫৯২ বার পড়া হয়েছে
ঈদের আনন্দ নেই উত্তরের দারিদ্র-পীড়িত জেলা কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষের। টাকা-পয়সা না থাকায় ছেলে-মেয়ে ও নিজেদের নতুন জামা-কাপড় কেনা তো দূরের কথা, সেমাই-চিনি কিনে খাওয়ার সামর্থ্যও নেই বলে জানান তারা। মেলেনি কোন ঈদ উপহার। তবে দরিদ্র মানুষের জন্য ভিজিএফ-এর চালসহ নানা সহায়তার কথা জানান প্রশাসনের কর্মকর্তারা।
কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ব্রহ্মপুত্রের অববাহিকার চর পারবতীপুর। এই চরে শতাধিক পরিবারের বসবাস। তাদের ঘরে নেই ঈদের আনন্দ। চরের জমিতে চাষাবাদে চলছে না জীবন-জীবিকা। নেই কাজকর্ম। ফলে ছেলে-মেয়েদের জামা-কাপড় কিনতে পারছেন না অনেকেই। অনেকেরই নেই সেমাই-চিনি কেনার সামর্থ পর্যন্ত। এ অবস্থায় ঈদের দিনটি তাদের কাছে নিত্যদিন থেকে আলাদা নয়।
শুধু পারবর্তীপুর চর নয়, একই পরিস্থিতি ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমারসহ ১৬ নদ-নদীর অববাহিকার প্রায় সাড়ে ৪ শতাধিক চরাঞ্চলের বেশির ভাগ পরিবারের।
এদিকে চরাঞ্চলসহ অসহায় মানুষদের জন্য চলমান থাকা সরকারী নানা সহায়তার কথা জানান প্রশাসনের এ কর্মকর্তা।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, তাই প্রতি ঈদের আগে দেশের বিত্তবানরা সহায়তায় হাত বাড়িয়ে দিলেই হয়তো একটু হলেও খুশির আমেজ বিরাজ করতো চরাঞ্চলের ৫ লক্ষাধিক মানুষের পরিবারে।