ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর ফুটপাতের দোকান ও সুপার মার্কেটে
- আপডেট সময় : ০৮:০২:১৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
ঈদের কেনাকাটায় ভিড় বাড়ছে রাজধানীর ফুটপাতের দোকান ও সুপার মার্কেটে। তবে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটার নির্দেশনা থাকলেও, তা মানছেন না ক্রেতারা। আর বিক্রেতারা বললেন, নিজেরা স্বাস্থ্যবিধি মেনে বেচা-বিক্রি করলেও ক্রেতাদের কোনভাবেই মানাতে পারছেন না তারা। এদিকে ক্রেতা সমাগম কিছুটা কম হলেও, সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই কেনাকাটা চলছে শাহবাগের আজিজ সুপার মার্কেটে।
করোনাভাইরাস পরিস্থিতিতেও ঈদ সামনে রেখে প্রয়োজনীয় কেনাকাটার জন্য স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শপিং মল, সুপার মার্কেট ও দোকানপাট খোলার নির্দেশনা দেয় সরকার।
তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই ঈদের কেনাকাটার জন্য সব বয়সী ক্রেতার ভিড় এখন নগরীর ফুটপাত ও মার্কেটে। কেনাকাটায় ব্যস্ত থাকলেও স্বাস্থ্য সুরক্ষার নিয়ে উদাসীন তারা। আর স্বাস্থ্যবিধি মানার ব্যপারে বিক্রেতারা জানালেন নিজেদের অসহায়ত্বের কথ।
এদিকে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলার রেখেছে শাহবাগের আজিজ সুপার মার্কেট। ক্রেতা সাধারণের সুবিধার্থে প্রবেশ দ্বার থেকে শুরু করে সর্বত্র স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেয়ার কথা জানান বিক্রেতারা।
নিজের এবং পরিবারের জন্য কেনাকাটায় এসেছেন অনেকেই। ভিড় কম আর স্বাস্থ্যবিধি মেনে বেচা-বিক্রির ব্যবস্থাপনায় খুশি ক্রেতারা।
আজিজ সুপার মার্কেটে তেমন বেচা-বিক্রি নেই। সামনের দিনগুলোতে ক্রেতার উপস্থিতির পাশাপাশি বাড়বে বেচা-বিক্রি এমনই প্রত্যাশা বিক্রেতাদের।