ঈদের ছুটিতে খাগড়াছড়ির বিনোদন কেন্দ্রেগুলোতে বেড়েছে পর্যটকের ভিড়
- আপডেট সময় : ০৩:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
রুপের রাণী পার্বত্য জেলা খাগড়াছড়িতে সবসময়ই কমবেশি পর্যটক থাকে। তবে এবার পাহাড়ের প্রধান ঐতিহ্যবাহী ও সামাজিক উৎসব বৈসাবির আমেজ আর ঈদুল ফিতরকে কেন্দ্র করে জেলার পর্যটন স্পট গুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।
ঈদের ছুটিতে খাগড়াছড়িতে বিনোদন কেন্দ্রে ভীড় বেড়েছে পর্যটকদের। স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাহাড়ের সৌন্দর্য দেখতে ছুটে এসেছেন তারা। এখানকার প্রাকৃতিক সৌর্ন্দয্য ছাড়াও আলুটিলা পর্যটন কেন্দ্র, জেলা পরিষদ পার্ক, রিছাং ঝর্ণাসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে বেড়াচ্ছেন পরিবার পরিজন নিয়ে।
বড়দের সাথে ঈদ আনন্দে মেতেছে ছোটরাও। হাসি খুশিতে ঘুরে বেড়াচ্ছে পর্যটন কেন্দ্রে। ঈদে শিক্ষাপ্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থীরাও দল বেঁধে বন্ধুদের সাথে নিয়ে ছুটেছেন খাগড়াছড়িতে।
ঈদের ছুটিতে ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণ নিরাপদ রাখতে ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা পুলিশও কাজ করছেন। প্রতিটি বিনোদন কেন্দ্রেই নেয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এবছর পর্যটন সংশ্লিষ্টদের প্রস্তুতি থাকলেও জেলায় দাবদাহ থাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকের সংখ্যা কম বলে জানিয়েছেন হোটেল রিসোর্ট মালিকরা।