ঈদের ছুটিতে বেনাপোল স্থলবন্দরে পর্যটকদের ব্যাপক ভিড়
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
করোনা নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায় দীর্ঘ বিরতির পর ভারত পর্যটন ভিসা আবার চালু করেছে। এ সুযোগে এবারের ঈদের ছুটিতে বেনাপোল স্থলবন্দরে পর্যটকদের ব্যাপক ভিড় শুরু হয়েছে।
বেনাপোল চেকপোস্ট দিয়ে বিপুল সংখ্যক বাংলাদেশী প্রতিদিন ভারতে যাচ্ছেন। কেউ বেড়াতে যাচ্ছেন, কেউবা যাচ্ছেন চিকিৎসা করাতে। একইভাবে ভারত থেকেও বাংলাদেশে আসছেন অনেকে। তবে যাত্রী পারাপার বেড়ে যাওয়ায় বেড়েছে ভোগান্তি। বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কর্মকর্তা রাজু আহম্মেদ বলেন, ইমিগ্রেশনে কোনো যাত্রী দালাল দ্বারা হয়রানি হচ্ছে না। যাত্রীদের সুবিধার জন্য অতিরিক্ত ৬টি ডেস্ক বসানো হয়েছে। পারাপারে সর্বোচ্চ সহযোগীতার কথাও জনান তিনি।