ঈদের ছুটি শেষে খুলেছে স্কুল কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান
- আপডেট সময় : ০১:৪৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে খুলেছে স্কুল কলেজসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ডেঙ্গুর প্রাদুর্ভাবের এ সময় খোলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের জন্য উদ্বেগ জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। কারণ এবারের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৩৩ শতাংশই শিশু ও কিশোর।বাকি আরও ২৫ শতাংশ তরুণ। চট্টগ্রাম জেলা প্রশাসক বলছেন, ঝুঁকিপুর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান চিহ্নিত করে ব্যবস্থা নেয়ার কাজ শুরু হয়েছে। সোহাগ কুমার বিশ্বাসের প্রতিবেদন, ছবি তুলেছেন অমিত দাশ।
বন্দর নগরীর নাসিরাবাদ উচ্চ বিদ্যালয়ের চিত্র এটি। স্যাতস্যাতে জরাজীর্ন ভবনের সামনে মাঠে জমে আছে বৃষ্টির পানি। একাডেমিক ভবনের চারপাশে ঝোপঝাড়। সবমিলিয়ে এডিস মশার প্রজননও বিস্তারে উপযোগী পরিবেশ। নগরীর অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের চিত্রই এমন। এরই মাঝে ভবনের ভেতরে চলছে ক্লাস ও পরীক্ষা। বাইরে অভিভাবকদের জটলা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলছেন, এডিস মশার উপদ্রব দিনের আলোতেই বেশি। তার ওপর হাসপাতালে আসা রোগীর মধ্যে শিশু কিশোর ও তরুনের সংখ্যায় বেশি। এই বাস্তবতায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্তে উদ্বিগ্ন তারা।
চট্টগ্রামের সিভিল সার্জন বলছেন, ডেঙ্গুর প্রকোপ বাড়ায় বিশেষ সতর্কতা জারী করে সংশ্লিষ্ট সব দফতরকে চিঠি দেয়া হয়েছে। এখনই সতর্ক না হলে, ঘটতে পারে বিপর্যয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হলে সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। এই বাস্তবতায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাগিদ দেয়া হয়েছে। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। ফুটেজ-১ (মাঠ ও পুরনো ভবনের ছবি)
পরিসংখ্যন বলছে এখন পর্যন্ত হাসপাতালে আসা ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে ৫৭ দশমিক ৩৫ শতাংশের বয়স ৩০ বছরের নিচে। এর মধ্যে ১ থেকে ১৯ বছর বয়সী রোগীর সংখ্যা অন্তত ৩৩ শতাংশ।