ঈদের ছুটি শেষে ট্রেন, বাস ও লঞ্চে ফিরতে শুরু করছে নগরবাসী
- আপডেট সময় : ০২:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ১৭১৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটি শেষে ট্রেন, বাস ও লঞ্চে ফিরতে শুরু করছে নগরবাসী। এবার ট্রেনযাত্রা ছিল নির্বিঘ্ন। তবে বরাবরের মত এবারও বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল। আগে-ভাগে ফেরায় তেমন কোন ভোগান্তি নেই ফিরতি যাত্রায়। স্বস্তিতে যাতায়াত করতে পেরে উচ্ছ্বাসিত যাত্রীরা।
ঈদুল আজহার ছুটি কাটিয়ে প্রিয়জনের সান্নিধ্য ছেড়ে রাজধানীতে ফিরছেন শ্রমজীবি মানুষ। মঙ্গলবার সকাল থেকে বাস, ট্রেন ও লঞ্চে যোগে ঢাকা ফিরতে থাকেন যাত্রীরা।
ভোরে দেশের বিভিন্ন জেলা থেকে সদরঘাটে একে একে ভিড়তে থাকে ঢাকা মুখী লঞ্চগুলো। ঈদ শেষে স্বজনদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর স্মৃতি নিয়ে ফিরছেন তারা।
তবে, কমলাপুর রেলস্টেশনে এখনো ঘরমুখ মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মত। এবার রেল পথে কোন ধরণের সিডিউল বিপর্যয় না থাকায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা।
এদিকে, মহাসড়কেও তেমন কোন যানযট ছিল না। সড়ক পথে নির্ধারিত সময়ে ও স্বস্তিতে কর্মস্থলে ফিরেছেন যাত্রীরা। তবে, দূরপাল্লার কোন কোন বাসে অতিরিক্ত ভাড়া নেয়া অভিযোগ করেন তারা।
আগামী সাপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, তাই বাস-ট্রেন ও লঞ্চ সব পথেই যাত্রী চাপ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।