ঈদের জামাতে জঙ্গি হামলার আশঙ্কা নেই
- আপডেট সময় : ০৩:১৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
পবিত্র ঈদের জামাত কে কেন্দ্র করে দেশে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলাম । আর রেব মহাপরিচালক জানালেন, যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে প্রস্তুত রয়েছে রেব। সকালে জাতীয় ঈদগাহের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে এসব কথা বলেন তারা।
রোববার সকালে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা পরিদর্শনে যান ডিএমপি কমিশনার মুহাম্মাদ শফিকুল ইসলাম।
পরিদর্শন শেষে জানান ঈদের জামাতে কোন ধরনের নাশকতার গোয়েন্দা তথ্য নেই। এর পরেও জাতীয় ঈদগাহসহ গুরুত্বপূর্ণ ঈদগাহে চারস্তরের নিরাপত্তা বলয় থাকবে।
এরপরই আসেন রেব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে শেষে তিনি জানান, সারাদেশের মানুষের নিরাপত্তায় কাজ করছে রেব। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা।
এছাড়াও ঈদের সময় যে কোন অপ্রতিকর ঘটনা মোকাবেলায় রেবের প্রতিটি ব্যাটেলিয়ানে স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে বলেও জানান, রেব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন