ঈদের ট্রেনের অগ্রিম টিকিট অনলাইনেই বিক্রি হচ্ছে শতভাগ
- আপডেট সময় : ০৩:২৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪
- / ১৭৪৯ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। এবারও শতভাগ টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে। এতে দুর্ভোগ কমেছে যাত্রীদের। তবে অনলাইনে টিকেট কাটতে ভোগান্তির অভিযোগ করেছেন কেউ কেউ। রেলওয়ে জানিয়েছে, প্রতিদিন সকালে পশ্চিম ও দুপুরে পূর্বাঞ্চালের টিকেট বিক্রি হবে। সংশ্লিষ্টরা বলছেন, মোবাইলে ভেরিফিকশনের মাধ্যমে টিকেট প্রাপ্তিতে এসেছে স্বচ্ছতা।
আসন্ন ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে, চলবে ৩০ মার্চ পর্যন্ত। অনলাইনে টিকিট বিক্রির ফলে কমলাপুর রেলস্টেশনে নেই যাত্রীদের লম্বা লাইনের চিরচেনা দৃশ্য। নেই ভিড় এবং ঘন্টার পর ঘন্টা অপেক্ষার ভোগান্তি। প্রথম দিনে মিলেছে ৩ এপ্রিলের টিকিট। ৪ এপ্রিলের টিকিট দেয়া হবে ২৫ মার্চ, ৫ এপ্রিলের ২৬ মার্চ, ৬ এপ্রিলের ২৭ মার্চ, ৭ এপ্রিলের ২৮ মার্চ, ৮ এপ্রিলের ২৯ মার্চ এবং ৯ এপ্রিলের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ। গেল কয়েকবছরের তুলনায় অনলাইনে এবার টিকেট পেতে যাত্রীদের ভোগান্তির অভিযোগ কমেছে।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমদিন সকালে ১৬ হাজার টিকেটের বিপরীতে একইসময়ে ১৫ লাখ মানুষ হিট করায় কিছুটা বিপত্তি হয়েছে। অনলাইনে টিকেট বিক্রিতে এবার কিছুটা পরিবর্তন আনা হয়েছে। টিকিট বিক্রির নির্ধারিত সময় অনুয়ায়ী প্রতিদিন সকালে পশ্চিম ও দুপুরে পূর্বাঞ্চালের টিকেট বিক্রি হবে। সংশ্লিষ্টরা বলছেন, মোবাইলে ভেরিফিকশনের মাধ্যমে টিকেট প্রাপ্তিতে এসেছে স্বচ্ছতা। ঈদ উপলক্ষে চলবে ১২টি স্পেশাল ট্রেন। মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকেট যাত্রার দিন স্টেশন থেকে বিক্রি হবে। এবার স্পেশালসহ ঢাকা থেকে বহির্গামী ট্রেনের আসন সংখ্যা ৩৩ হাজার ৫০০।