ঈদের দিন পাঁচ’শ ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা
- আপডেট সময় : ০৫:০৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
ঈদের দিন পাঁচ’শ ছাড়ালো দেশে করোনায় মৃতের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় নতুন মৃত্যু ২১ জনের। আর শনাক্ত হয়েছে এ যাবতকালে একদিনে সর্বোচ্চ ১ হাজার ৯৭৫ জন করোনা রোগী। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৫ হাজার ৫৮৫ জন। দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। করোনা মোকাবিলায় সবাইকে কঠোরভাগে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
প্রতিদিনের মতো ঈদের দিনও করোনোভাইরাসে আক্রান্ত ও মৃতের সবশেষ তথ্য তুলে ধরতে অন লাইন ব্রিফিং-স্বাস্থ্য বুলেটিনের আয়োজন করে স্বাস্থ্য অধিদপ্তর। শুরতেই ঈদের শুভেচ্ছা জানান, অতিরিক্ত মহাপরিচালক।
পরে তুলে ধরেন ২৪ ঘন্টায় সারাদেশে নতুন করে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
করোনায় আক্রান্ত রোগী সুস্থ হওয়ার তথ্যও জানান তিনি।
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে করোনার নমুনা সংগ্রহ ও পরীক্ষা শুরু হয়েছে বলে জানান এই স্বাস্থ্য বিশেষজ্ঞ।
ঈদের সময়ে করোনা মোকাবিলায় সবেইকে ঘরে থাকার ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।