ঈদের দ্বিতীয় দিনেও কোরবানীর মাংস নিয়ে রাজধানী ছাড়েন অনেক নগরবাসী
- আপডেট সময় : ০৮:২৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুন ২০২৪
- / ১৬০৯ বার পড়া হয়েছে
ঈদের দ্বিতীয় দিনেও কোরবানীর মাংস নিয়ে রাজধানী ছাড়েন অনেক নগরবাসী। তবে ভোগান্তি কমেনি ট্রেন যাত্রীদের। ট্রেনের ষ্ট্যান্ডিং টিকেট না পেয়ে অনেকে বাস টার্মিনালে ছোটেন। বিভিন্ন সড়কের সামনে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা যায় সিএনজি অটোরিক্সা।
ঈদের দ্বিতীয় দিনেও ট্রেনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়। সকাল থেকেই কমলাপুর স্টেশন মুখর হয়ে ওঠে মানুষের কোলাহলে। ছুটি উদযাপনে কেউ একা, কেউ বা সপরিবারে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন।
ভীড় এড়াতে ঈদের দ্বিতীয় দিনেও অতিরিক্ত যাত্রীর কারণে ঈদের আগে অনলাইনে টিকিট নেয়া যাত্রীরা জানান ক্ষুব্ধ প্রতিক্রিয়া।
ষ্টেশনের কমার্শিয়াল অফিসার অতিরিক্ত যাত্রীর কথা স্বীকার করে বলেন, ঈদের সময় মাত্রাতিরিক্ত যাত্রী সামলানো কঠিন।
এদিকে, রাজধানীর সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দেখা যায় যাত্রীদের ভীড়। দূরপাল্লার পরিবহনে কোরবানীর মাংস নিয়ে ঢাকা ছাড়েন অনেকেই।
সকাল থেকে ঢাকার রাজপথে যানবাহন ছিল একেবারেই কম। ফাঁকা ঢাকায় চলছে ব্যক্তিগত কিছু যানবাহন, সিএনজি বেবীটেক্সি ও রিকশা।