ঈদের পরই ভোজ্যতেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি
- আপডেট সময় : ০৯:৩২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
ঈদের পরই ভোজ্যতেলের দাম বাড়াতে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। কিন্ত এ বিষয়ে কিছুই জানেন না বাণিজ্য মন্ত্রী। তবে আগের দাম ধরে রাখা সম্ভব নয় বলেও জানান তিনি।
ঢাকা রিপোটার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এ কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। বলেন, ভোজ্যতেলের দাম বৃদ্ধির বিষয়ে এখনও বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করেননি ব্যবসায়ীরা। এদিকে, লিটারপ্রতি ১০ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যাসোসিয়েশন। এছাড়া প্রতি লিটার খোলা পাম তেল ১৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে জারিকৃত বিজ্ঞপ্তির মেয়াদ ১৫ এপ্রিল শেষ হয়েছে। ফলে ১৬ এপ্রিল থেকে ভ্যাট অব্যাহতি পূর্ববর্তী মূল্যে সরবরাহ করা হবে।