ঈদের পর ঘরমুখো যাত্রিতে কানায় কানায় পূর্ণ সদরঘাট লঞ্চ টার্মিনাল
- আপডেট সময় : ১১:১৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
- / ১৫৯৪ বার পড়া হয়েছে
ঈদের পর ঘরমুখো যাত্রিতে কানায় কানায় পূর্ণ সদরঘাট লঞ্চ টার্মিনাল।
কেবিনের পাশাপাশি ডেকে শুয়ে বসে বাড়ি ফিরছেন হাজারো যাত্রী। দীর্ঘ যাত্রায় বাসের চেয়ে লঞ্চেই সাচ্ছন্দে বাড়ি ফেরার কথা জানান তারা।তবে, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ডেক থেকে কেবিন এমনকি ফাঁকা নেই লঞ্চের ছাদও।
ঈদের ছুটি প্রিয়জনদের সাথে কাটাতে এখনো থামেনি ঘরে ফেরা। তাইতো ঈদের দ্বিতীয় দিনেও মরিয়া হাজারো মানুষ।
অতিরিক্ত ভীড় আর ভোগান্তি এড়াতে ঈদের পরেই বাড়ি ফেরা বলে জানান যাত্রিরা। বাস নয়, লঞ্চেই সাচ্ছন্দ্যবোধ করেন তারা।
তবে, অতিরিক্ত যাত্রিবহন ও বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেন যাত্রিরা। ভাড়া নিয়ে লঞ্চ কর্তৃপক্ষদের ভিন্ন ব্যাখ্যা।
পদ্মাসেতুর কারনে লঞ্চ যাত্রায় কিছুটা প্রভাব পরলেও দুরের যাত্রায় লঞ্চ-ই এগিয়ে থাকবে বলে জানান যাত্রীরা।
ঈদের দ্বিতীয় দিনেও থামেনি ঘরমুখো মানুষের স্রোত।
যানজট আর ভিড় এড়াতে, আগেভাগই রাজধানীতে ফিরতে শুরু করেছে অনেকে। ঈদ আসলেই ইট-পাথরের এই ব্যস্ত রাজধানী ছেড়ে প্রিয়জনের কাছে ছুটে যান দেশের বিভিন্ন জেলার মানুষ। ঈদের পরদিনও সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে দেখা যায় ঘরমুখো মানুষের ভিড়।
তবে, পর্যাপ্ত টিকিটের অভাবে বিপাকে পড়ার অভিযোগও করেছেন অনেক যাত্রী। এদিকে, গ্রামের বাড়িতে ঈদ কাটিয়ে যারা ঢাকায় ফিরছেন ট্রেন যাত্রা নিয়ে স্বস্তি প্রকাশ তাদের অনেকেই।
তবে ঈদের দ্বিতীয় দিনে বাসের চিত্র ছিলো ভিন্ন। বাস কাউন্টারে সববয়সী মানুষের সরব উপস্থিতি ছিলো।
তবে অতিরিক্ত বাস ভাড়া আদায়ে ক্ষুদ্ধ যাত্রীরা। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে সরকারের নজরদারি প্রত্যাশা করেন সাধারণ মানুষ।