ঈদের শেষ মুহুর্তেও রাজশাহী সিল্কের বাজারে মন্দাভাব
- আপডেট সময় : ১০:১৯:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪
- / ১৬০২ বার পড়া হয়েছে
ঈদের শেষ মুহুর্তেও রাজশাহী সিল্কের বাজারে মন্দাভাব। আকাশছোঁয়া দামের সিল্কের ধারেকাছেও ভিড়তে পারছেন না সাধারণ মানুষ। যদিও সিল্কের পোশাক এখন উচ্চবিত্তেরই আভিজাত্য। দেশী-বিদেশী ফ্যাশনের সঙ্গেও পাল্লা দিচ্ছে ঐতিহ্যবাহী সিল্ক।
আগের দিনের রাজপরিবারে সিল্কের পোশাকই ছিল আভিজাত্যের প্রতীক। সেই থেকে সিল্কের কদর এখনো ফুরোয়নি উচ্চবিত্তের কাছে। তবে বাজারে পাল্লা দিয়ে দিনকে দিন বাড়ছে রাজশাহীর সিল্কের দাম। তাই মধ্যবিত্তের নাগালেই বাইরে গিয়ে এখন ভীড় করছেন কেবল স্বচ্ছ্বল ক্রেতারাই।
এবার ঈদ হচ্ছে গরমে। তাই সিল্ক ফ্যাশনেও এসেছে বৈচিত্র্য। রকমভেদে শাড়ির দাম ৫ হাজার থেকে ৬৫ হাজার টাকা পর্যন্ত। আর সিল্কের পাঞ্জাবি মিলছে সাড়ে চার হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে। বিশেষ করে ঈদের বাজারে নারীদের কাছে শাড়ির কদর যেন অন্যরকম। দাম নিয়েও খুব একটা অসন্তোষ নেই তাদের।
ঈদে প্রিয়জনকে উপহার হিসেবে সিল্কের শাড়ি ও পাঞ্জাবির জুড়ি মেলা ভার। তাই ঈদবাজারে সিল্কের শোরুমে ছুটছেন সৌখিন ক্রেতারা।তবে ব্যবসায়ীরা বলছেন, মধ্য রমজানে সিল্কের বাজার বেশ সরগম থাকলেও শেষ মুহূর্তে যাচ্ছে খানিকটা মন্দাভাব ।