ঈদের ৫ দিনেও অপসারণ করা হয়নি আফতাবনগর পশুর হাটের বর্জ্য
- আপডেট সময় : ০২:১৪:০৭ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩
- / ১৭৩৩ বার পড়া হয়েছে
ঈদের ৫ দিনেও অপসারণ করা হয়নি আফতাবনগর পশুর হাটের বর্জ্য। এতে সেখানে তৈরী হয়েছে অস্বস্তিকর পরিবেশ। নগরবাসীকে চলাফেরায় পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে। স্থানীয়রা বলছেন, সিটি কর্পোরেশন কিংবা ইজারাদার- কেউই গরুর হাটের আবর্জনা পরিস্কার না করায়, তৈরী হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশের। ইজারাদার বলছেন, ময়লা অপসারণের দায়িত্ব সিটি কর্পোরেশনের। আর সিটি কর্পোরেশন বলছে, বৃষ্টির কারণে হাটের ময়লা পরিস্কার করা সম্ভব হয়নি। তবে এক্ষেত্রে ইজারাদারকে সহযোগিতা করতে হবে।
ঈদুল আজহাকে কেন্দ্র করে ব্যাপক হাকডাক দিয়ে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের আফতাব নগর এলাকাজুড়ে বসে কুরবানীর পশুর বিশাল হাট।
কিন্তু ঈদের ৫ দিন পরও সেই পশুর হাটের বর্জ্য এখনো অপসারণ করা হয়নি। সড়কের উপর এবং আশপাশে পড়ে রয়েছে বাঁশ, কিলা, খড়, খুঁটি ও গোবরের স্তুপ।
পশুর বাজারের ময়লা ও আবর্জনা অপসারণে দেখা গেছে কয়েকজন শ্রমিককে। যা অপ্রতুল বলে মনে করেন কেউ কেউ।
স্থানীয় ও পথচারীরা বলছেন, গরুর হাটের অবর্জনা না সরানোর ফলে এলাকায় ময়লা ও দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। এতে অস্বস্তিকর হয়ে উঠেছে এলাকাটির পরিবেশও। রোগ-বালাই ছড়ানোরও অভিযোগ করেন অনেকেই।
সিটি কর্পোরেশনের ওপর দায় চাপালেন হাটের ইজারাদার।
আর উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা জানান, বাঁশ-খুটি ইজারদারকে আগে খুলতে হবে। আর বৃষ্টির কারণে হাটের যাবতীয় ময়লা আবর্জনা পরিস্কারের কাজ শুরু করতে কিছুটা বিলম্ব হচ্ছে।
আফতাবনগরের পরিবেশ রক্ষায় ইস্টার্ণ হাউজিংয়ের বাসিন্দারা উচ্চ আদালতে রিট করলেও গেলো ১৪ জুন আপীল বিভাগের নির্দেশে হাট বসায় স্থানীয়দের মাঝে অসন্তোষ রয়েছে।