ঈদে একেবারেই নিরুপায় কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ
- আপডেট সময় : ০৬:০০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৬৩০ বার পড়া হয়েছে
অন্যান্য বছর কোন রকমে ঈদ উদযাপন করলেও এবার কোরবানীর ঈদে একেবারেই নিরুপায় কুড়িগ্রামের চরাঞ্চলের মানুষ। ঈদের আগে বন্যার কবলে পড়া চরাঞ্চলের এই মানুষদের হাতে কোন টাকা নেই। ছেলে-মেয়েদের নতুন জামা-কাপড় দেয়া তো দূরের কথা, সামান্য মাংস কিনে খাওয়ার সামর্থও হারিয়েছেন তারা। সরকারী-বেসরকারী কোন সহযোগিতা না পেয়েও হতাশ তারা।
ঈদের আগ মূহুর্তে ভারী বর্ষণ ও উজানের ঢলে বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে জেলার উলিপুরের মুসার চর, বালাডোবার চর, সদরের পোড়ার চরসহ প্রায় সাড়ে ৪ শতাধিক চরাঞ্চল। প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে চলা বন্যায় বেকার হয়ে পড়েছেন ওই এলাকার বাসিন্দারা। কোন কাজ এবং হাতে টাকা না থাকায় পরিবারের খাবার জোটাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এ অবস্থায় কোরবানীর ঈদের ভাবনা তাদের জন্য নিদারুন কষ্টের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই ঈদে কৃষি নির্ভর চরাঞ্চলের মানুষের ভাগ্যে জুটবে না কোরবানীর মাংস। এমন কি সবচেয়ে কম দামের ব্রয়লার মুরগিও কিনে খাওয়ার সামর্থ নেই বলে জানান তারা।
তবে বন্যায় চরাঞ্চলের ক্ষতিগ্রস্থদের ঈদ উদযাপনে সরকারী সহায়তা দেয়ার কথা জানান জেলা প্রশাসক।
এবারের বন্যায় ক্ষতিগ্রস্থ হয়েছে চরাঞ্চলের প্রায় ১২ হাজার পরিবার। এমন পরিস্থিতিতে ঈদ উদযাপনে সরকারী-বেসরকারী সহায়তার পাশাপাশি বিত্তবানরাও এগিয়ে আসবেন–এমন প্রত্যাশা অসহায় চরাঞ্চলবাসীদের।