ঈদে পোশাকের দাম বাড়িয়ে ডাবল প্রাইস ট্যাগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

- আপডেট সময় : ০৮:১২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩
- / ১৬১০ বার পড়া হয়েছে
ঈদে পোশাকের দাম রাখতে রাজধানীর বিভিন্ন মার্কেট কমিটির কাছে চিঠি পাঠাবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ে ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক জানান, যারা পণ্যের দাম বাড়িয়ে ডাবল প্রাইস ট্যাগ ব্যবহারকারীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া রমজানে ১০ দিন করে দোকান বন্ধ রাখা হবে।
রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাক ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। যদিও সভায় রাজধানীর বিভিন্ন পোশাক মার্কেট, শপিংমলের গুরুত্বপুর্ণ ব্যক্তিরা যোগ দেয়নি।
সভায় ঈদে পণ্যের উপর সুযোগ বুঝে কয়েক দফা দাম বাড়ায় ব্র্যান্ড শো-রুম গুলো। উৎসবের এসময় নতুন করে প্রাইস ট্যাগ বসানো প্রতারণা বলে অভিযোগ জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ব্র্যান্ড শপের প্রতিনিধিরা জানান, ডাবল প্রাইস ট্যাগ না দেয়া এবং ভোক্তাদের সঙ্গে খারাপ আচরণ থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনায় নিয়েই কাজ করবেন তারা।
সভায় যোগ দেননি এসময় ঢাকার সনামধন্য ব্র্যান্ড হাউজ ভাসাবি, মিরপুরের বেনারসি পল্লি, ইসলামপুর কাপড় মার্কেট, বেইলি রোডের দোকান মালিকরা। তাদের বিরুদ্ধে অভিযানে নামবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রমজানের অভিযানে রাজধানীর বিভিন্ন মার্কেটে নকল কসমেটিক্স পাওয়া গেলে দোকানীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারী দেন কর্মকর্তারা।