ঈদে যাত্রীর চাপ বাড়ায় ময়মনসিংহ ও টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীরগতি
- আপডেট সময় : ০৫:৪৭:০১ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬৬০ বার পড়া হয়েছে
ঈদে ঘরমুখো যাত্রীর চাপ বাড়ায় ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দেখা দিয়েছে যানবাহনের ধীরগতি। তবে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় থেকে চান্দাই কোনা পর্যন্ত যানজট নেই। ফলে স্বস্তি নিয়ে বাড়ি ফিরছে মানুষ।
পুলিশ ও স্থানীয়রা জানান, পোশাক কারখানা ছুটির পর থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ার যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েছে ঘরমুখো যাত্রীরা।
সবচেয়ে বেশি ভোগান্তিতে নারী ও শিশুরা। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি জানান, গাড়ির চাপ বৃদ্ধিতে যানজটের সৃষ্টি হয়েছে। জট কমাতে কাজ করছে পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানান তিনি।
এদিকে..বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর থেকে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কের ৩৫ কিলোমিটারে যান চলাচল স্বাভাবিক। ঈদের জন্য আজ সারাদিনই ঘরমুখো মানুষের ভিড় থাকবে মহাসড়কে।
গতকাল পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি মেলার পর গত ২৪ ঘন্টায় সাড়ে ৯ হাজার মোটরসাইকেল পারাপার হয়েছে সেতু দিয়ে। শুক্রবারও সকাল থেকে মাওয়া প্রান্তের টোল প্লাজায় মোটরসাইকেল ও যানবাহনের চাপ দেখা যায়।