ঈদ উদযাপনে ধাপে ধাপে সপরিবারে রাজধানী ছাড়ছেন মানুষ
- আপডেট সময় : ০৯:১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ এপ্রিল ২০২৩
- / ১৬৭৪ বার পড়া হয়েছে
ঈদ উদযাপনে ধাপে ধাপে সপরিবারে রাজধানী ছাড়ছেন মানুষ। শেষ মূহুর্তে বাস-ট্রেনে উপচে পড়া ভিড় না থাকলেও যাত্রীর চাপ ছিল চোখে পড়ার মতো। ঈদযাত্রার পঞ্চম দিনে ট্রেনযাত্রায় স্বস্তি মিললেও বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল বাস যাত্রীদের।
ঈদ শুধু উৎসব নয়, নগরবাসীর কাছে নাড়ির টানে বাড়ি ফেরার ভিন্ন আনন্দ। এ যেন যান্ত্রিক কলোহ থেকে মুক্তি ও প্রশান্তি।বিগত বছরগুলোতে ট্রেনে অতিরিক্ত যাত্রী পরিবহনসহ নানা অব্যবস্থাপনা দেখা গেলেও, এবার প্রবেশে কড়াকড়ির কারণে কমলাপুর স্টেশনে ফিরেছে শৃঙ্খলা।
কিছুটা বিড়ম্বনা হলেও নির্বিঘ্ন ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। কমলাপুর স্টেশন ম্যানেজার জানান, ঈদযাত্রার পঞ্চম দিনে ৩টি স্পেশালসহ ৫৫টি ট্রেন বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। এদিকে, বাস কাউন্টারে এবারের চিত্র ভিন্ন। নেই চিরচেনা যাত্রীর চাপ, নেই ভোগান্তি। তবে বরাবরের মত যাত্রীদের অনেকেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন। তবে এ অভিযোগ অস্বীকার করেন বাস কাউন্টার কর্মীরা।
ঈদ উপলক্ষে এবার প্রায় ১ কোটি বিশ লাখেরও বেশি মানুষ ঢাকা ছেড়েছে বলে ধারনা করছে যাত্রী কল্যাণ সমিতি।