ঈদ ঘনিয়ে আসলেও তেমন একটা কেনাবেচা নেই উত্তরের কোরবানির পশুর হাটগুলোতে
- আপডেট সময় : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
- / ১৫৫৬ বার পড়া হয়েছে
ঈদ ঘনিয়ে আসলেও তেমন একটা কেনাবেচা নেই উত্তরের কোরবানির পশুর হাটগুলোতে। করোনার প্রাদুর্ভাবে এবার জৌলুস নেই হাটে। উল্টো বিক্রি নিয়ে শঙ্কায় বিক্রেতাসহ বিভাগের প্রায় দেড় লাখ খামারি। প্রানিসম্পদ বিভাগ জানিয়েছে, চাহিদার চেয়ে রংপুর বিভাগের আট জেলায় উদ্বৃত্ত রয়েছে পাঁচ লাখ পশু।
আর ক’দিন বাদেই ঈদুল আযহা। তাই, কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছে ক্রেতারা।বিক্রেতারা বলছে, করোনার পাশাপাশি রয়েছে পশুর এলএসডি রোগের ঝুঁকি।আর, দালালের দৈরাত্ব বেড়ে যাওয়ায় কাঙ্খিত দাম পাচ্ছে না তারা। আশানুরুপ ক্রেতা না থাকায় পশু বিক্রি নিয়ে শঙ্কায় বিভাগের দেড় লাখ খামারি। এই অবস্থায় ভারতীয় গরু আমদানি বন্ধের দাবি জানিয়েছে তারা।
রংপুর বিভাগের আট জেলায় কোরবানির জন্য ১০লাখ পশুর চাহিদা থাকলেও, প্রস্তুত রয়েছে ১৫ লাখ। আট জেলায় ৩১৫টি হাটে পশু কেনাবেচা হচ্ছে বলে জানান, এই কর্মকর্তা। উদ্বৃত্ব পাঁচ লাখ পশু দেশের বিভিন্ন অঞ্চলের হাটে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে, প্রানিসম্পদ বিভাগ।