ঈদ যাত্রায় নির্বিঘ্নে বাড়ি ফেরা নিয়ে সংশয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চালকরা
- আপডেট সময় : ০২:৪৩:১৩ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
করোনার সংক্রমণ কমে আসায় দুই বছর পর নিশ্চিন্তে বাড়ি ফিরবেন রাজধানীবাসী। এক কোটি নগরবাসীকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে এখন থেকেই তৎপর প্রশাসন। ঈদ যাত্রায় ভোগান্তির শঙ্কায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পরিবহন চালকরা। এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের ১৩ কিলোমিটার সড়ক নিয়ে চিন্তিত তারা। ঈদ যাত্রায় মহাসড়কের টাঙ্গাইল অংশে ৮ শতাধিক পুলিশ মোতায়েন থাকবে।
ঈদ উৎসব উদযাপনে যখন সবাই বাড়ি ফিরতে ব্যাকুল তখন বাড়তি চাপ পড়ে মহাসড়কগুলোতে। তেমনি একটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। গাড়ির চাপ সামলাতে বেগ পেতে হয় প্রশাসনকে।
মহসড়কের প্রবেশ মুখ গাজীপুরের কালিয়াকৈর থেকে এলেঙ্গা পর্যন্ত বিভিন্ন স্থানে সার্ভিস লেনে রাস্তা দখল করে আছে মালবাহী গাড়ি। সার্ভিস লেন দখল করে রাখায় সিএনজি, ইজিবাইক, অটোরিক্সা উঠে যাচ্ছে মহাসড়কে। ফলে এ পথে চলাচলকারীরা ভোগান্তি পোহাতে হচ্ছে।
ঈদ যাত্রায় যানজটের হটস্পট খ্যাত মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত এই ১৩ কিলো সড়কে ভোগান্তি বাড়াবে কয়েক গুণ। অন্যদিকে সিরাজগঞ্জ সড়কের কাজ চলমান থাকায় উত্তরের পথে ভোগান্তি বাড়বে কয়েকগুণ
ঈদ যাত্রা নির্বিঘ্নে টাঙ্গাইল জেলা পুলিশের পক্ষ থেকে নানামুখী উদ্যোগ নেয়া হয়েছে। মহাসড়কের টাঙ্গাইল অংশে এবার ৮ শতাধিক পুলিশ সদস্য দায়িত্বে থাকবেন।
এবারের ঈদে রাজধানী ছাড়বে প্রায় এক কোটি মানুষ। ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াতের কর্তৃপক্ষের সবধরনের সহযোগিতার দাবি সংশ্লিষ্টদের।