ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে সবাইকে নির্দেশ দিয়েছেন ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৮:০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২০
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং স্বাস্থ্যবিধি মেনে করোনা সংক্রমণরোধে কাজ করতে সবাইকে নির্দেশ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যে সব পরিবহন মালিক সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে যাবে, তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি। দুর্নীতি বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বনানীতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি “বিআরটিএ”র প্রধান কার্যালয়ে কোরবানির ঈদ উপলক্ষে সড়ক-মহাসড়কে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে করণীয় নির্ধারণ সভায়, বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদকে কেন্দ্র করে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি এড়াতে এবং জণগণকে সুরক্ষা দিতে দায়িত্বশীল সবাইকে একযোগে কাজ করার নির্দেশ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সেতুমন্ত্রী বলেন, মহাসড়কে ফিটনেসবিহীন যানবাহনে কোরবানির পশু পরিবহন বন্ধ করতে হবে এবং সড়ক ও মহাসড়কের উপর এবং পাশে কোন ভাবেই পশুরহাট বসানো যাবে না।
সচিবালয়ে তথ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, দুর্নীতিবিরোধী অভিযানে সরকার দলীয় পরিচয় বিবেচনা করছে না।