ঈদ শেষে ফেরিঘাটে ঢাকামুখী মানুষের ঢল
- আপডেট সময় : ০৪:৫৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঈদের ছুটিশেষে এখন ঢাকার কর্মস্থলমুখী মানুষ। একারণে পাটুরিয়া-দৌলতদিয়া এবং শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরিঘাটে বেড়েছে যাত্রীদের ভিড়।
পাটুরিয়া-দৌলতদিয়ায় ঢাকামুখী মানুষের ভীড় বাড়ছে। পরিবারের সাথে ঈদ উদযাপন শেষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। ভোর থেকেই বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত হাজার হাজার মানুষের ভিড় দেখা গেছে পাটুরিয়া ফেরি ঘাটে। তবে ঈদের আগের মতো গণপরিবহন বন্ধ থাকায় দুর্ভোগে পড়তে হচ্ছে শ্রমজীবি মানুষকে। ঘাট এলাকায় পর্যাপ্ত যানবাহন না থাকায় পায়ে হেটে মানিকগঞ্জ বাস ষ্টান্ড এলাকায় আসতে দেখা গেছে অনেককে। বিআইডবিউটিসির আরিচা কার্যালয়ের ভারপ্রাপ্ত ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, এই নৌরুটে ছোট বড় মিলে ১৬টি ফেরি সচল রয়েছে। সকালে ৫টি ফেরি দিয়ে পারাপার শুরু হয়। যানবাহন বাড়ার সাথে সাথে ফেরির সংখ্যাও বাড়ানো হচ্ছে।
মুন্সীগঞ্জের লৌহজংয়ে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সকাল থেকে যাত্রী ও গাড়ির চাপ। এ নৌরুটে দিয়ে ৪টি রো-রো ফেরিসহ ১০টি ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মোঃ ফয়সাল জানান, ভোর থেকেই ১০ ফেরি চলাচল করছে।
বেলা বাড়ার সাথে সাথে ঈদের ছুটি শেষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুট হয়ে কর্মস্থল রাজধানীতে ফিরছে কর্মজীবি মানুষ। এই নৌরুটে লঞ্চ, স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের ভিড়। সামাজিক দূরত্ব উপেক্ষা করে যাত্রীরা ফেরিতে পারাপার হচ্ছেন। নেই সুরক্ষা সরঞ্জাম। এদিকে উভয় পাড়ে শতশত যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। গনপরিবহন বন্ধ থাকায় গন্তব্যে পৌছাতে যাত্রীদের অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, বৃদ্ধ ও শিশুরা চরম বিপাকে পড়ছেন। কাঠালবাড়ি ঘাটের বিআইডব্লিউটিসির ম্যানেজার আ: আলীম মিয়া বলেন, ৯টি ফেরি সচল রয়েছে। ভীড় বাড়ছে। লঞ্চ,স্পীডবোট বন্ধ থাকায় ফেরিতে শারীরিক দূরত্ব মানা যাচ্ছে না।