ঈদ সামনে রেখে সক্রিয় জাল টাকার কারবারিরা
- আপডেট সময় : ০৮:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
ঈদ সামনে রেখে সারাদেশে সক্রিয় হয়ে উঠেছে জাল টাকার কারবারিরা। বাজারে জাল টাকা ছাড়তে, টাকা তৈরীর পাশপাশি মাঠে সক্রিয় চক্রের সদস্যরা। রাজধানীতে একটি জাল টাকা তৈরীর কারখানায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে, গোয়েন্দা পুলিশ। পাশাপাশি উদ্ধার করা হয়েছে ৫০ লাখ জাল টাকা।
রাজধানীর সাঈদ নগরের এ ভবনের ছয় তলায় সজিব-ফাতেমা দম্পত্তি গড়ে তুলেন জাল টাকা তৈরির কারখানা। একটা সময় সজিব কারিগর হিসেবে জাল টাকা তৈরির কারখানায় কাজ করলেও তিনি নিজেই হেলাল নামের আরেকজনকে সাথে নিয়ে নকল টাকার ব্যবসা শুরু করেন।
কারিগর এবং খুচরা বিক্রেতারা প্রত্যেকে ৫ থেকে ১০ বছর ধরে জাল টাকা তৈরী এবং বাজারজাত প্রক্রিয়ার সাথে জড়িত। এমনকি কয়েকবার জেলও খাটেন তারা।
সোমবার সজিব-দম্পতির টাকার কারখানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। বিপুল অংকের টাকা, প্রিন্টার, ল্যাপটপ সহ টাকা তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করে।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার বলেন, ঈদ ঘিরে সাধারণ মানুষ যেন জাল টাকা কারবারীদের খপ্পরে না পড়ে সে জন্য আইন শৃখলা বাহিনী সক্রিয় রয়েছে।
লেন-দেনের সময় আসল নকল টাকা দেখে নেয়ার পরামর্শ দেন এ পুলিশ কর্মকর্তা।