ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের ৩০টি বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট ও অগ্নি-সংযোগের অভিযোগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
সপ্তম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের ৩০টি বাড়িতে হামলা, ভাংচুর, লুটপাট, অগ্নি-সংযোগের অভিযোগ পাওয়া গেছে।
এসময় দুই নম্বর ওয়ার্ডের বিজয়ী মেম্বার আবুল বাশারের বাড়িতেও হামলা চলে। সোমবার সন্ধ্যা ও সকালে পরাজিত মেম্বার প্রার্থী ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের পরাজিত স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলামের সমর্থকরা হামলা লুটপাট এবং অগ্নি-সংযোগ চালায়। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেছেন, অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে