উঁচু নিচু আর পাহাড় টিলার শহর সিলেট

- আপডেট সময় : ০১:২৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
- / ১৮৬৭ বার পড়া হয়েছে
উঁচু নিচু আর পাহাড় টিলার শহর সিলেট। প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি সিলেটে আগের মতো আর পাহাড় টিলা নেই। নানা কৌশলে পাহাড় কেটে ফেলছে এক শ্রেণির অসাধু চক্র। এর বিরুপ প্রভাব পড়ছে প্রকৃতিতেও। আন্দোলন ও প্রশাসনে অভিযোগ দিয়েও থামানো যাচ্ছে না পাহাড় খেকোদের।
গত বছর সিলেট সিটি করপোরেশন ২৭টি ওয়ার্ড থেকে বর্ধিত হয়ে ৪২টি ওয়ার্ডে উন্নীত হয়। নগর বর্ধিত হওয়ার কারণে নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোর জমির দাম বেড়েছে। আর এ কারণে সম্প্রতি সিলেট সিটি করপোরেশন এলাকায় টিলাকাটাও বেড়েছে আগের চেয়ে কয়েকগুন বেশি। বর্ষা মৌসুম শেষ হলেও সিলেটে মাঝে মাঝে বৃষ্টিপাত হলেই সেটিকে টিলা কাটার সুযোগ হিসেবে নিচ্ছেন টিলাখেকোরা। তারা রাতের আঁধারে টিলার মাটি কেটে নেয়। পানির সাথে টিলার কাদামাটি ড্রেন উপচে রাস্তার ওপরে জমে মানুষের চলাচলে বিঘ্ন ঘটায় দূর্ঘটনার ঝুঁকিও বাড়ে। সিলেটের বালুচর জোনাকী, আখালিয়া বড়ণ্ডলসহ বিভিন্ন স্থানে নির্বিচারে টিলাকাটার ঘটনা ঘটছে। পরিবেশ কর্মীরা বার বার আন্দোলন করেও ঠেকাতে পারছেন না টিলা ধ্বংসের কাজ। সরকারের বিভিন্ন দফতরে অভিযোগ করে সুফল পাচ্ছেন না- এমন অভিযোগ তাদের। এদিকে পরিবেশ অধিপদপ্তর ও জেলা প্রশাসন জানিয়েছে, টিলা কাটার ব্যাপারে তারা জিরো টলারেন্স নীতিতে আছেন। অভিযোগ পেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। টিলাকাটার অভিযোগে গত এক বছরে অনেক মামলা ও জরিমানা করার কথা জানান। পরিবেশ রক্ষায় টিলাকাটা বন্ধ করা না গেলে প্রকৃতির বৈরিতা আরো বৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।