উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় সেরেনা উইলিয়ামসের
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
- / ১৫২৮ বার পড়া হয়েছে
উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই বিদায় সেরেনা উইলিয়ামসের। অন্যদিকে পুরুষ এককে আর্জেন্টাইন তারকা ফ্রান্সিসকো সেরুন্দোলোকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে রাফায়েল নাদাল।
টেনিস রেংকিংয়ে ১২০৪ তম অবস্থানে নেমে যাওয়ায় সরাসরি বাছাইয়ের পথ বন্ধ হয়ে যায় সেরেনা উইলিয়ামসের। ফলে উইম্বলডনে সাবেক এই বিশ্বসেরা তারকা এসেছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে। তবে ফরাসি তারকা হারমনি ট্যানের কাছে ৫-৭, ৬-১, ৭-১০ গেমে হেরে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি। এদিকে পুরুষ এককের প্রথম রাউন্ডের লড়াইয়ে প্রথম দুই সেট সহজেই জিতে নেয় রেকর্ড ২২ বার গ্রান্ড স্লামজয়ী নাদাল। তবে ৩-৬ গেমে তৃতীয় সেট জিতে লড়াই জমিয়ে তোলে ফ্রান্সিসকো। চতুর্থ সেটে পিছিয়ে পড়েও ৬-৪ সেটে জিতে নেয় নাদাল। নিশ্চিত হয় দ্বিতীয় রাউন্ড।