উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত
- আপডেট সময় : ০২:২০:২০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অক্টোবর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষে ৭ রোহিঙ্গা নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭জন
শুক্রবার ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হাতাহতের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ মুজিবুর রহমান নামে একজনকে আটক করেছে এইট আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার এইট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান। তিনি বলেন, কী কারণে দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়েছে তা এখনও স্পষ্ট নয়। আহত ৭ জনকে এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ৭ জনের মধ্যে ক্যাম্পের ভেতরে অবস্থিত নদিয়াতুল উলুম মাদ্রাসার তিন শিক্ষক ও এক শিক্ষার্থী রয়েছে। বাকিরাও নদিয়াতুল উলুম মাদ্রাসার অনুসারী ইসলামী মাহাদ গ্রুপের সদস্য। মূলত: সন্ত্রাসী সংগঠন আরসা ও ইসলামী মাহাদ গ্রুপের মধ্যে মতবিরোধ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হতে পারে বলে মনে করছেন রোহিঙ্গা সংশ্লিষ্ট বোদ্ধারা। তাছাড়া ২৯ সেপ্টেম্বর নিহত শীর্ষ রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের সাথে যোগসূত্র থাকতে পারে বলেও মনে করছেন তারা। নিহতদের মৃতদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে।