উগ্র গোষ্ঠীর উপর ভর করে বিএনপি আবার জ্বালাও পোড়াও শুরু করেছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
বিএনপি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর উপর ভর করে আবারও দেশে জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজ বাসভবন থেকে দেয়া ভার্চুয়াল বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, দেশের বিভিন্ন স্থানে উগ্র-সাম্প্রদায়িক গোষ্ঠীর তান্ডবলীলায় বিএনপি’র জড়িত থাকার বিষয়টি এখন দিবালোকের মতো স্পষ্ট।
সোমবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠীকে উস্কে দিচ্ছে বিএনপি।
এ সময় দেশবিরোধী সকল কর্মকাণ্ড রাজনৈতিকভাবে মোকাবেলা করতে সরকার ও আওয়ামী লীগ প্রস্তুত বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের।
এদিকে, দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা সাংবাদিক ইউনিয়নের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতেই স্বাধীনতা দিবসে বিএনপি-জামায়াতের পৃষ্ঠপোষকতায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।
নারায়ণগঞ্জ ও বায়তুল মোকাররমে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের ওপর হামলাকে দুঃখজনক ও নিন্দনীয় বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।