উচ্চ আদালতে সরকারের কর সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর
- আপডেট সময় : ০১:২৬:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
- / ১৫৫৫ বার পড়া হয়েছে
উচ্চ আদালতে সরকারের কর সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেক সভায় নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ১৮ হাজার ১০ কোটি টাকা ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। একনেক বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানিয়ে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নেই নেয়া হয়েছে এসব প্রকল্প।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সভাকক্ষে অনুষ্ঠিত হয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকের সভা। এ সময় উচ্চ আদালতে সরকারের কর সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধির কারণে বিভিন্ন প্রকল্পের ব্যয় বাড়লে তা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মূল্যায়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রী আরো জানান, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে নেয়া উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত শেষ করতে এবং অপচয় বন্ধসহ ডলারের দাম বাড়লে তা সমন্বয়েরও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
সভায় ১৮ হাজার ১০ কোটি ১২ লক্ষ টাকা ব্যয়ে ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেয়া হয়। যার মধ্যে সরকারের অর্থায়ন ১২ হাজার ১৯২ কোটি টাকা, বৈদেশিক অর্থায়ন ৫ হাজার ২৩৩ কোটি টাকা এবং সস্থার নিজস্ব অর্থায়ন ৫৮৪ কোটি ৬২ লক্ষ টাকা।