উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ‘চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’
- আপডেট সময় : ০৯:৩০:০৯ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
ঢাকার সাভার-আশুলিয়া এলাকায় নিম্নবিত্ত ও মধ্যবিত্ত অন্তত এক হাজার পরিবারের কাছ থেকে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে ‘চেতনা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। এ অভিযোগে প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে রেব।
বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজার রেব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজ্জাম্মেল হক। তিনি বলেন, মঙ্গলবার দিবাগত রাত ১টা পর্যন্ত অভিযান চালিয়ে আশুলিয়া থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এ সময় তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত নগদ অর্থ, মোবাইল ফোন ও ব্যাংক চেকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে রেব। ধর্মপ্রাণ মুসলমানদের বিভ্রান্ত করতে আসামিরা ইসলামি শরিয়াহ মোতাবেক প্রতিষ্ঠান পরিচালনার কথা বলতেন। যদিও তাদের বিধি মোতাবেক কোনো ইসলামি শরিয়াহ বোর্ড ছিল না।