উজানের ঢল ও ভারী বৃষ্টিতে যমুনা নদীর পানি বেড়েছে
- আপডেট সময় : ০৩:২৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৪ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে ফরিদপুর, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, মানিকগঞ্জ ও পাবনায় যমুনা নদীর পানি বেড়েছে। ফলে পানিবন্দী হয়ে পড়েছে চর ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ। একইসঙ্গে দেখা দিয়েছে গো-খাদ্যের তীব্র সংকট।
ফরিদপুরে পদ্মার পানি বাড়া অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় গোয়ালন্দ পয়েন্টে ১ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার সদর উপজেলা ছাড়াও চরভদ্রাসন ও সদরপুর উপজেলার নতুন নতুন গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকায় দেখা দিয়েছে খাবার সংকট।
টানা দুই সপ্তাহ ধরে বাড়ার পর সিরাজগঞ্জে যমুনা নদীর পানি শহর রক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল রয়েছে। কমেছে কাজিপুরের মেঘাই ঘাট পয়েন্টের পানি। তবে চলনবিলসহ জেলার অভ্যন্তরীণ নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলার সার্বিক বন্যা পরিস্থিতিরও অবনতি হয়েছে।
গত কয়েক দিনের টানা বর্ষণে কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চিলমারি ও রামকৃষ্ণপুর ইউনিয়নের ৩৭টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। বন্যার পানি হাট-বাজারে ঢুকে পড়ায় অনেকেই পানিবন্দি হয়ে পড়েছে।
মানিকগঞ্জের যমুনার পানি আরিচা পয়েন্টে বিপদ সীমার পাঁচ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গেল ২৪ ঘন্টায় ঐ পয়েন্টে পানি বাড়েনি। তবে মানিকগঞ্জের কালিগঙ্গা, ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পেয়েছে।
পাবনায় যমুনা নদীর পানি নগরবাড়ি পয়েন্টে বিপদসীমার তিন সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর পদ্মার পানি পাকশী হার্ডিঞ্জ ব্রীজ পয়েন্টে বিপদ সীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।